রাবি প্রতিনিধি
‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান…, আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি এ বসন্তে…’। হ্যাঁ আজ বসন্ত। বাহারি ফুলে ও নানা গানে পহেলা ফাল্গুনে সারাদেশের মতো রাজশাহী বিশ্ববিদ্যায়েও প্রাণের উচ্ছ্বাসে মেতেছে শিক্ষার্থীরা। বসন্ত বরণে ভোর থেকেই এখানে চলছে উৎসব, বাড়তি বিশেষণ যেন যোগ করছে ভালোবাসা দিবস। লাল-হলুদে পুরো ক্যাম্পাসই যেন পরিণত হয়েছে ফুল বাগানে। পোশাকে, হাতে, মুখে সর্বত্র বাসন্তী রঙের ছোঁয়া। পথে পথে আলপনা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বসন্ত বরণ উপলক্ষে ক্যাম্পাসে শিক্ষার্থীরা মেতে ওঠেন উৎসবের আমেজে। হলুদ ও লাল শাড়ি, পাঞ্জাবি পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বিশেষ করে চারুকলা প্রাঙ্গণ, টুকিটাকি চত্বর, ইবলিশ চত্বর, স্বপ্ন চত্বর, পশ্চিম পাড়া ও শহীদ মিনার প্রাঙ্গণ। বসন্ত বরণ উপলক্ষে বিশবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরে কেউ বন্ধু-বান্ধবীর সঙ্গে, কেউবা প্রিয় মানুষটির সঙ্গে, কেউবা পরিবারের সঙ্গে উৎসবে মেতে উঠেছেন। সবাই একে অপরের সঙ্গে বিনিময় করেছে বসন্তের শুভেচ্ছা। গল্প-আড্ডায় ব্যস্ত সময় পার করছেন। ক্যাম্পাসে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, আশে পাশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীর আগমন ঘটেছে। সব মিলিয়ে ক্যাম্পাসে বসন্ত বরণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী খালেদ মোশাররফ বলেন, ক্যাম্পাসের প্রথম বসন্ত বরণ। নতুন ক্যাম্পাসে, নতুন বন্ধুদের সঙ্গে বসন্ত বরণ। অন্য রকম অনুভূতি। যা ভাষায় প্রকাশ করা যায় না। নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারুক আহমেদ বলেন, প্রত্যেক বছরের মতো এবারও বসন্তকে রাবি নিজের মতো করে বরণ করে নিচ্ছে। এতো রঙিন বসন্ত দেখা আমাদের জন্য আসলে একটা বিরাট উপহার। আমাদের মনে বসন্ত থাকুক আজীবন। ফুল ফুটেছে তাই আজ বসন্ত। তারিফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়