আকাশ দাশ সৈকত
বার্সেলোনার জার্সি গায়ে দারুণ ফর্মে আছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গোল এবং সহায়তায় আছেন সবার চেয়ে এগিয়ে । তাইতো এইবার স্প্যানিশ জায়ান্টদের হয়ে নতুন এক রেকর্ডে নাম লিখলেন এই ফরোয়ার্ড । বার্সেলোনার জার্সি গায়ে রাফিনহা মাঠে আছেন গত তিন মৌসুমে ধরে। তবে আগের দুই মৌসুমে নিজেকে হারিয়ে খোঁজলেও চলতি মৌসুমে যেন সেরা ফর্মে আছেন এই ব্রাজিলিয়ান । দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে তুলেছিলেন আগেই। তবে গতকাল রাতে আটালান্টার বিপক্ষে ২-২ গোলের ড্র করা ম্যাচে করলেন এক রেকর্ড । ম্যাচে কোন গোলে করতে না পারলেও বার্সেলোনার হয়ে দুই গোলে রয়েছে রাফিনহার অবদান । চলমান ২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স লিগে বার্সার এই সেলেসাও তারকা ৮ ম্যাচে ৮টি গোল এবং ৫টি অ্যাসিস্ট করেছেন। আর তাতেই রাফিনিয়া রেকর্ড গড়েছেন সর্বোচ্চ এই ইউরোপিয় ক্লাব প্রতিযোগিতায়। মিনিটের হিসাবে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে তিনি সবচেয়ে কম সময়ে গোলে অবদান রেখেছেন। সম্প্রতি স্প্যানিশ ফুটবল নিয়ে গবেষণা সংস্থা ‘অপ্টা হোসে’র তথ্যমতে, চ্যাম্পিয়ন্স লিগে বার্সার হয়ে ন্যূনতম ১০০০ মিনিট খেলেছেন এমন ফুটবলারদের মধ্যে গোলের অবদানে সবার শীর্ষে রাফিনিয়া। প্রতি ৭৫ মিনিটে তার একটি গোল কিংবা অ্যাসিস্ট রয়েছে। একই হিসাবে মেসি প্রতি ৮০ মিনিট, নেইমার ৯৫, হ্রিস্টো স্টয়চকভ ৯৭ এবং রবার্ট লেভান্ডফস্কি প্রতি ১০১ মিনিটে গোল অথবা তাতে বলের যোগান দিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে।