পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ প্রেসক্লাব তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি মাইটিভির জেলা প্রতিনিধি আবু তাহের আনসারী ও সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ পোস্টের জেলা প্রতিনিধি মো. আব্দুল বাসেত। জানা যায় ‘‘ মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সর্বস্তরের সাংবাদিকদের সংঘবদ্ধ করে অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জাগো’’ লক্ষ্য ও উদ্দেশ্যেকে সামনে রেখে গত শুক্রবার সন্ধ্যায় তেঁতুলিয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হলরুমে দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ প্রেসক্লাব তেঁতুলিয়া শাখার আহবায়ক মো. আব্দুর বাসেত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার-মোঃ ফজলে রাব্বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, মোঃ আল আমিন, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ- সুজয় কুমার রায় ও অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আরমান আলী। দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শফিউল্লাহ রিপন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সাংবাদিক সমাজ ও উপজেলা প্রশাসন দেশ ও জাতির কল্যাণে কাজ করতে একইসূত্রে গাঁথা। সাংবাদিকরা সমাজের দুর্নীতি-অবিচার-অনাচারসহ নানারকম সংবাদ প্রকাশ এবং তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করেন। তিনি বলেন, সাংবাদিক সমাজ ও প্রশাসন সমন্বয় করলে বিষয়গুলোর প্রতিকার ও প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে। তিনি সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান করেন। সাংবাদিক মোবারক হোসেন এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহরাব আলী, সিনিয়র সাংবাদিক জাবেদুর রহমান জাবেদ, জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক এসকে দোয়েল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পঞ্চগড় জেলা মাই টিভির প্রতিনিধি মোঃ আবু তাহের আনসারীকে সভাপতি ও ডেইলি বাংলাদেশ পোস্ট’র পঞ্চগড় প্রতিনিধি মোঃ আব্দুল বাসেত কে সাধারণ সম্পাদক এবং তেঁতুলিয়া উপজেলা এসটিভি প্রতিনিধি আহসান হাবিব কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিন নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বাংলাদেশ প্রেসক্লাব তেঁতুলিয়া উপজেলা শাখার নবনির্বাচিত হয়ে কমিটিকে অভিনন্দন জানান।