আকাশ দাশ সৈকত
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ইংল্যান্ডের অন্যতম ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা মিচেল কিউবা।
ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) মাতানো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর
বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটে গত মাসে ভারতের বিপক্ষে। হামজার অভিষেকের পর বাংলাদেশ দলের হয়ে খেলার আগ্রহ জানায় আরো কয়েকজন প্রবাসী ফুটবলার। এবার তারই ধারাবাহিকতায় বাংলাদেশ দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন এখনো ইংলিশদের হয়ে জাতীয় দল কিংবা বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক না হওয়া মিচেল কউবা। তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ রয়েছে।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান কিউবার সঙ্গে যোগাযোগ করেছেন। আলোচনার ভিত্তিতে গতকাল আনুষ্ঠাকিভাবে ইমেইল প্রেরণ করেন। আজ ফিরতি মেইলে কিউবা মিচেলের এজেন্ট বেন মারকল জানিয়েছেন, জুন উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহী কিউবা।
এইদিকে হামজার পর বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য গত ১১ এপ্রিল আগ্রহ জানায় কানাড়ার হয়ে খেলা সামিত সোম। আজ এই ফুটবলারে বাংলাদেশের জন্ম সনদও বের হয়েছে। তাইতো বাফুফের মতে জুনের উইন্ডোতে সামিতকে নিয়ে আশাবাদি তারা।