জনপ্রিয়

বসন্ত বরণ ও পিঠা উৎসব পালন করেছে রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

তারিফুল ইসলাম, রাবি

নানারকম আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব পালন করেছে রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ। বুধবার (১৪ই ফেব্রুয়ারি) ACCE Group এর উদ্যোগে টিএসসিসি মাঠে বসন্ত বরণ ও পিঠা উৎসব -১৪৩০ পালন করেছে বিভাগটি। বাসন্তী সাজে শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে সকাল ১০ টায় বর্ণাঢ্য রেলির মাধ্যমে তারা ঋতুরাজ বসন্ত কে বরণ করে নিয়েছে । সাড়ে ১০ টায় সুন্দরবন দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে বিভাগের টবে বৃক্ষরূপন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এদিন সকাল ১১ টায় তারা পিঠা উৎসব পালন করেন। উৎসবে বাহারি রঙের পিঠার স্টল দেন শিক্ষার্থীরা। স্টলগুলো ঘুরে চিতই,তেলের পিঠা,ভাপা পিঠা,পুলি পিঠা,পাটি শাপটা,নকশা পিঠা ইত্যাদি দেখতে পাওয়া যায় । বিকালে সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তাদের অনুষ্ঠান শেষ হয়।

  • বসন্ত বরণ ও পিঠা উৎসব পালন করেছে রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ