আকাশ দাশ সৈকত
আইসিসি বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)। তালিকায় আছে দুই পেসার এবং দুই ব্যাটার।
২০২৪ সাল শেষ হতে বাকি আর কয়েকদিন। বছরের ব্যস্তসূচী কাটিয়েছে ক্রীড়াঙ্গনের ক্রিকেটাররা। তরুণ আর অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে নিজেদের দলের হয়ে সেরা পারফরম্যান্স করেছে তারা। আবার অনেক তরুণ নিজের প্রতিভার প্রমাণ দিয়ে উঠে এসেছে বিশ্বমঞ্চের কাতারে। যেখানে তাদের থেকে বছর শেষে আইসিসি ঘোষণা করেছে বর্ষসেরা ক্রিকেটার। এইবার যেই লড়াইয়ে নাম উঠেছে চার ক্রিকেটারের । তারা হলেন সাইম আইয়ুব (পাকিস্তান), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), শামার জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), গ্যাস আটকিনসন (ইংল্যান্ড)।
উল্লেখ্য আগের বছর ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা 'ইমার্জিং ক্রিকেটার' নির্বাচিত হয়েছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।