মুহাম্মদ এরশাদুল ইসলাম:
হাতেম আলি কলেজ থেকে যাচ্ছে শোনা পরিচ্ছন্নতার বাণী। সচেতন করে যায় বিডি ক্লিন বরিশাল গর্বিত বীর সেনানী। তারুণ্যের উৎসব - ২০২৫ উদযাপন উপলক্ষে দেশব্যাপী চলছে পরিচ্ছন্নতার কার্যক্রম। তারই ধারাবাহিকতায় ৩০ জানুয়ারি বিডি ক্লিন, রেডক্রিসেন্ট ও বিএনসিসি মিলে পরিচ্ছন্ন করেন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। তরুণ যোদ্ধাদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন :জনাব হারুন অর রশিদ ,অধ্যক্ষ, সরকারি সৈয়দ হাতেম আলি কলেজ, বরিশাল। জনাব আখতারুজ্জামান খান উপাধ্যক্ষ, সরকারি সৈয়দ হাতেম আলী কলজে, বরিশাল। পরম ভালোবাসা আর ভক্তি নিয়ে কাজ করাই যদি হয় মূল লক্ষ্য, তবে তারুণ্যের শক্তিই হতে পারে পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। তরুণদের উদ্যম, সৃষ্টিশীলতা এবং অনুপ্রেরণার মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি করা সম্ভব। পরিচ্ছন্নতা, ন্যায়বিচার, মানবতা কিংবা পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হলে প্রয়োজন সত্যিকারের নিষ্ঠা ও একাগ্রতা।