জনপ্রিয়

বরগুনায় পিস্তল দেখিয়ে যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

মুহাম্মদ এরশাদুল ইসলাম

বরগুনায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি খাল খননে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ সময় খনন কাজ দেখভালের দায়িত্বে নিয়োজিত যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছেন তারা। মঙ্গলবার (২০ ফ্রেব্রুয়ারি) দুপুরে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন- একই এলাকার আলতাফ মিয়ার ছেলে আবদুল্লাহ, বাদল, নিজাম ও তাদের সহযোগীরা। আহত ভুক্তভোগীর নাম মো. সোলায়মান (৩৫)। তিনি একই ইউনিয়নের শিংরাবুনিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় ও আহতের পরিবার জানায়, আমরাঝুড়ি গ্রামের আমঝুড়ি খাল খনন দেখভাল করার দায়িত্বে ছিলেন সোলায়মান। খালটির কিছু অংশ অভিযুক্তদের জমিতে পড়ায় খনন কাজে বাধা দেন আবদুল্লাহ ও তার সহযোগীরা। একপর্যায়ে পিস্তল দেখিয়ে সোলায়মানের ওপর হামলা চালান আবদুল্লাহ ও তার সহযোগীরা। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন তারা। পরে স্থানীয় লোকজন সোলায়মানকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত সোলায়মান বলেন, ‌‘আবদুল্লাহ ও বাদল আমাকে পিস্তল দেখান। তারা আমার হাতে থাকা চাবি ও মোবাইল ছিনিয়ে নিয়ে যান। পরে ৬-৭ জন লোক দেশি অস্ত্র নিয়ে এসে আমাকে কোপাতে থাকেন। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।’ বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। ঘটনা জানতে পেরে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • বরগুনায় পিস্তল দেখিয়ে যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম