মুহাম্মদ এরশাদুল ইসলাম
পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শুধু চারপাশকে সুন্দর করে তোলে না, বরং আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব ফেলে। প্রতিদিনের ছোট ছোট উদ্যোগ, যেমন আবর্জনা সঠিক স্থানে ফেলা, প্লাস্টিকের ব্যবহার কমানো, এবং গাছ লাগানো। এসব অভ্যাস একদিন বড় ধরনের পরিবর্তনের দ্বার উন্মোচন করতে পারে। চলুন, আমরা সবাই একসাথে পরিচ্ছন্নতার পথে এগিয়ে যাই। তারই ধারাবাহিকতায় ২৪শে জানুয়ারি ২০২৫ রোজ: শুক্রবার বিডি ক্লিন - ঢাকা (উত্তর) ১২ নং জোন এর সাপ্তাহিক পরিচ্ছন্নতা ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়। পরিচ্ছন্ন করা হয় বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও এর আশপাশ। পরিচ্ছন্ন মানসিকতার চর্চায় আপনিও যোগ দিন, হয়ে উঠুন একজন আদর্শবান সুনাগরিক। এ সময়ে সাপ্তাহিক ইভেন্টে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, হাতিরঝিল জোনের সমন্বয়ক আহমেদ আশিক, মোঃ সোহান, ইমরান হোসেন, মোঃ আলমগীর, মোঃ সিহাবসহ আরো অনেকেই। পরিশেষে নাস্তা ও চায়ের আড্ডার মধ্য দিয়ে ইভেন্টের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।