জনপ্রিয়

বগুড়া শেরপুরে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক সভা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪(১৩ ফেব্রুয়ারী থেকে ১৯ ফেব্রুয়ারী) উপলক্ষে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে পরিবহন চালক ও হেলপারদের উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারী বুধবার সেবা সপ্তাহের ৫ম দিন হাইওয়ে পুলিশ ক্যাম্পের আয়োজনে উপজেলার বাসট্যন্ড অবস্থিত সিএনজি ষ্ট্যান্ডস্থ পরিবহন শ্রমিক ও মালিকদের সাথে উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক সভা শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল ফয়সল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বাস মিনিবাস কোচ মালিক সমিতির শেরপুর শাখার সাধারন সম্পাদক সেলিম রেজা, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি কামাল সেখ, শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট মাসুদ রানা, শ্রমিক নেতা রফিকুল, আতিকুল ইসলাম, হামিদুল, সঞ্জিদ, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু জাহের, সাংবাদিক নজরুল ইসলাম, এ এসআই আমিরুল, আজাদসহ হাইওয়ে পুলিশ ক্যাম্পের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক সভায় মহাসড়কে যানবাহন চলাচলের উপর শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন অতিথিবৃন্দ। এ সময় হাইওয়ে পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে উপস্থিত পরিবহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

  • বগুড়া শেরপুরে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক সভা