জনপ্রিয়

বগুড়া শেরপুরে এমপি মজিবর রহমান মজনুকে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা প্রদান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য ও গৃহায়ন ও গনপূর্ত এবং প্রতিরক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারী শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছায়েদুজ্জামান এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, নূরে আলম সানি, ছাদ্দাম হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আসনগ্রহন ও অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষক সমিতির নের্তৃবৃন্দরা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • বগুড়া শেরপুরে এমপি মজিবর রহমান মজনুকে প্রাথমিক শিক্ষক সমিতির সংবর্ধনা প্রদান