জনপ্রিয়

ফেনীতে ২০২৪ এর বইমেলা শুরু আগামী ২২শে ফেব্রুয়ারি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

সংবাদ দাতা -ফাহমিদা ফিরোজ

এ-ই ২০২৪ সাল উপলক্ষে দেশের প্রতিটা জেলা, অঞ্চলে শুরু হয়েছে একুশে বইমেলা। আর প্রতিবারের মতো এইবারও শুরু হচ্ছে ফেনী জেলার ঐতিহ্যবাহী জায়গা শহীদ মিনার প্রাঙ্গণে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে প্রস্তুতি চলছে এবং সেজে উঠেছে আলপনার সাজে। জানা গেছে যে, ফেনীর পৌরসভার মেয়র স্বপন মিয়াজি ভাইয়ের উদ্যোগে এই বইমেলার আয়োজন চলছে। আগামীকাল থেকে ২৭ তারিখ পর্যন্ত এ-ই বইমেলা চলবে। মেয়র স্বপন মিয়াজি আগামীকাল বিকেল ৩টায় একুশে বইমেলা উদ্ভোদন করবেন।

  • ফেনীতে ২০২৪ এর বইমেলা শুরু আগামী ২২শে ফেব্রুয়ারি