লেখক; আব্দুর রহমান মাহমুদী
হঠাৎ কোনো এক নৈঃশব্দ্য রজনীতে
শোনা যাবে ফিলিস্তিন বিজয়ের সংবাদ।
ভোরের মৃদু সমীরণে ছড়িয়ে পড়বে
তাদের স্বাধীনতার উল্লাস।
সেদিন ফিলিস্তিনিরা মাড়িয়ে যাবে
অমানবিকতা, পৈশাচিকতা,
অন্যায় ও সব অবিচারের অভিশপ্ত চাদর।
রক্তাক্ত, বিধ্বস্ত, বিস্তৃত বিরানভূমিগুলো
সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠবে,
দুর্বাঘাসের ডগায় ঝিলমিল শিশিরবিন্দুতে।
আবারও আকাশ-বাতাস প্রকম্পিত করে
আজানের ধ্বনি ভেসে আসবে,
নির্ভয়ে ও নিঃসংকোচে।
সালাত ও সিয়ামের দিনগুলো কাটবে
প্রশান্তি ও স্বস্তির সাথে।