আকাশ দাশ সৈকত
ফিক্সিং কান্ডে জড়িয়ে পাঁচবছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ নারী দলের স্পিনার সোহিলী আক্তার।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সোহেলির। তবে আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ করতে পারেনি এই স্পিনার । ২০২২ সালে নিজের শেষ ম্যাচ খেলার আগ পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে তিনি খেলেছেন কেবল ২টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি যেখানে সবমিলিয়ে তার উইকেট সংখ্যা মাত্র ১১টি। তবে খেলোয়াড়ী জীবন তেমন সমৃদ্ধ করতে না পারলেও বাংলাদেশ দলের এই ক্রিকেটার জড়িয়ে পড়েছিলেন ফিক্সিং কান্ডে । শুধু তাই নয় সতীর্থদের দিয়েও ফিক্সিং করার প্রস্তাব ও দিতেন তিনি। এছাড়া খেলার ফলাফল পরিবর্তন কিংবা ইচ্ছাকৃতভাবে খারাপ পারফরম্যান্সসহ মোট পাঁচটি অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানেই বাংলাদেশ দলের এক সতীর্থকে ফিক্সিং প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে সোহেলির বিরুদ্ধে। তবে যে ক্রিকেটারকে অসাধু প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি সেই ফাঁদে পা না দিয়ে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা কমিশনকে (আকসু) বিষয়টি জানান।
যার ভিত্তিতে অনুসন্ধানের পর আজ (মঙ্গলবার) সোহেলিকে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে আইসিসি। গতকাল (১০ ফেব্রুয়ারি) থেকে তার এই শাস্তি কার্যকর হয়েছে।