জনপ্রিয়

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে নাসিরনগরের ৪ স্কাউট চূড়ান্তভাবে মনোনীত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 days ago

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় পর্যায়ের সর্বোচ্চ অর্জন, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের জন্য নাসিরনগর থেকে চারজন স্কাউট চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এই বিশিষ্ট সম্মাননা অর্জন করেছেন হিমাংশু কুমার দত্ত মেমোরিয়াল মুক্ত স্কাউট গ্রুপের ২ জন সদস্য আদিত্য মল্লিক যাদু ও রাতুল চক্রবর্তী এবং নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে মো. রিফাত ইসলাম শুভ ও জাদিব তাজরিয়ান।

আদিত্য মল্লিক যাদুর সাথে কথা বলে জানা যায়, এই অর্জন তার একার নয়; এটি পুরো হিমাংশু কুমার দত্ত মেমোরিয়াল মুক্ত স্কাউট গ্রুপের অর্জন। তিনি বলেন, “আমার এই সাফল্য সম্ভব হয়েছে আমাদের দলীয় ঐক্য, সহযোগিতা এবং আমাদের গ্রুপ লিডার প্রতীক দত্তের নিরলস পরিশ্রমের কারণে। তিনি আমাদের সঠিক দিকনির্দেশনা দিয়েছেন, সবসময় অনুপ্রেরণা জুগিয়েছেন এবং স্কাউটিংয়ের প্রকৃত আদর্শে পরিচালিত হতে শিখিয়েছেন। এই অর্জন তারই প্রতিফলন।”

এটি নাসিরনগরের স্কাউটিং ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অর্জন। তাদের এই মনোনয়ন স্কাউটিং কার্যক্রমে তাদের নিষ্ঠা, দক্ষতা এবং মানবিকতার প্রমাণ বহন করে। জাতীয় পর্যায়ে এই সম্মাননা অর্জন করতে হলে স্কাউটদের বিভিন্ন ধাপে নেতৃত্ব প্রদর্শন, সেবামূলক কাজ এবং নানাবিধ দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

এই সাফল্যের জন্য হিমাংশু কুমার দত্ত মেমোরিয়াল মুক্ত স্কাউট গ্রুপ ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ গর্বিত। স্কাউটদের এই অর্জন নাসিরনগরের যুবসমাজকে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ যোগাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

  • প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে নাসিরনগরের ৪ স্কাউট চূড়ান্তভাবে মনোনীত