আকাশ দাশ সৈকত
বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলছেন কয়েকজন প্রবাসী ফুটবলার যার সর্বশেষ নাম ইংলিশ প্রিমিয়ার লিগ মাতিয়ে আসা হামজা চৌধুরী। তাইতো বাফুফে সভাপতির মতে আরো প্রবাসী ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে জড়াবে।
বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক জামাল ভুঁইয়া ডেনমার্ক প্রবাসী। ডিফেন্ডার তারিক কাজী এসেছেন ফিনল্যান্ড থেকে । তবে তাদের ছাড়িয়ে বর্তমান সময়ে বাংলাদেশ ফুটবল অঙ্গনে সবচেয়ে বড় আলোচনা হামজা দেওয়ান চৌধুরী। দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই ফুটবলারকে বাংলাদেশ দলের ফুটবলার হিসেবে স্বীকৃতি দিলো ফিফা। এখন আর বাংলাদেশ দলের হয়ে খেলতে কোন সমস্যা নেই এই ফুটবলারের। তাইতো হামজার মতো প্রবাসী তারকা ফুটবলারদের বাংলাদেশ দলে খেলার জন্য অনুপ্রাণিত করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ নিজের বাসভবনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, "হামজার পাশাপাশি বাফুফে আরও প্রবাসী ফুটবলার নিয়ে কাজ করছে। তাদেরও সুযোগ দিতে চায় বাফুফে,' আশা করছি হামজা চৌধুরীর মতো অন্য প্রবাসী যারা খেলছেন, তাদের আরও চিহ্নিত করে বাংলাদেশ দলে খেলার জন্য অনুপ্রাণিত করতে পারবো। বাফুফে চেষ্টা করবে খেলোয়াড়দের নিয়ে নানান তথ্য দিতে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অনেক মেধা আছে। দেশের বাইরে, ইতালিয়ান, জার্মানি কিংবা দক্ষিণ আমেরিকান যারাই আছেন– আমি বিশ্বাস করি হামজা তাদের অনুপ্রেরণা জোগাবেন বাংলাদেশের জার্সি গায়ে খেলার জন্য"।