রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সংঘটন লুব্ধকের পক্ষ থেকে ৩০ টাকার বিনিময়ে ইফতারের আয়োজন করা হয়। শনিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সামাদ্দার ছাত্র-শিক্ষক সংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) মাঠে এ আয়োজন করেন লুব্ধকের সদস্যরা। যেখানে লুব্ধকের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ বিন আয়াতুল্লাহ এবং প্রতিষ্ঠাকালিন সদস্য মো. তাইজুল ইসলাম ও জুঁই আক্তারসহ উপস্থিত ছিলেন লুব্ধকের সাধারণ সদস্যরা। আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এসময় আবদুল্লাহ বিন আয়াতুল্লাহ বলেন, আমি লুব্ধক প্রতিষ্ঠা করেছি শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে কাজ করার জন্য। যেখানে আমরা পাঠচক্র, বিতর্ক প্রতিযোগিতা ও বিভিন্ন সাময়িক বিষয়ে আলোচনাসহ নানান কাজ করে থাকি। যা ছাত্র-ছাত্রীদের চাকরি পরিক্ষার ক্ষেত্রে অন্যদের থেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে আসা করছি। লুব্ধকের সদস্য খালেদ মাসুদ বলেন, লুব্ধকের এ আয়োজনে আমরা অনেক কৃতজ্ঞ। যেখানে আমরা ৩০ টাকা বিনিময়ে ১শ টাকার মতো খাবারের ইফতার করছি। আবার আমাদের সকলকে একটি করে কারেন্ট অ্যাফেয়ার্সও দেওয়া হয়। আমি চাই লুব্ধক সারাজীবন এভাবে এগিয়ে যাক। লুব্ধকের সফলতা কামনা করছি।
তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়