আকাশ দাশ সৈকত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চুড়ান্ত ড্রাফট থেকে দল পেলেন তিন বাংলাদেশি তারকা ক্রিকেটার। তারা হলে অভিজ্ঞতা উইকেটরক্ষকলিটন কুমার দাশ, তরুণ পেসার নাহিদ রানা এবং লেগস্পিনার রিশাদ হোসেন। বর্তমান সময়ে বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে অন্যতম পাকিস্তান সুপার লিগ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নাম করা প্লেয়ারদের নিয়ে ঘরে মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। লিগটির পরবর্তী আসরের জন্য আজ লাহোরের হুজুরিবাগে বসে প্লেয়ার্স ড্রাফটের যেখানে বাংলাদেশ থেকে ৩৯জন ক্রিকেটার নাম জমা দিলেও দল পেয়েছেন কেবল তিন ক্রিকেটার। ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগের কারণে প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগে দল পেলেও খেলতে পারেননি। তবে দারুণ লেগস্পিনে ব্যাটারদের আটকে রাখা রিশাদ হোসেনকে সিলভার ক্যাটাগরি থেকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। পাকিস্তানের বিপক্ষে দারুণ গতি আর ক্ষিপ্রতার প্রমাণ দিয়ে নাহিদ জানান দিয়েছিলো নিজের আগমনীর। ২_০ ব্যবধানে জয়ী ওই সিরিজে পাকিস্তান ব্যাটারদেরকে গতি দিয়ে একাই আটকে দিয়েছিলো নাহিদ। তবে এইবার গোল্ড ক্যাটাগরি থেকে তাকে পিএসএলে নিজেদের দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। তার পারিশ্রমিকের পরিমাণ ৫০ হাজার ডলার। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও বিপিএলে গত দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাশ। তাইতো এইবার সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন তিনি। তার পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।