আকাশ দাশ সৈকত
চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার এনরিক নরকিয়া। মাস খানেক পর পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। তবে আন্তর্জাতিক এবং বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ব্যস্ত থাকা ক্রিকেটাররা একের পর এক পড়ছেন ইঞ্জুরিতে। চোটের থাবার কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকার কারণে বাদ পড়তে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও। এইবার ইঞ্জুরির সর্বশেষ সংযোজন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার এনরিক নরকিয়া। চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ-২০’এর অনুশীলনে তার পায়ের আঙুল ভেঙে গেছে। ফলে টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টও শেষ প্রিটোরিয়া ক্যাপিটালসের এই ডানহাতি পেসারের। তিনদিন আগেই টেম্বা বাভুমাকে অধিনায়ক করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের দল ঘোষণা করেছিলো দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। যেইখানে গত বছরের জুনে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ম্যাচ খেলা এনরিক নরকিয়াও ছিলো দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে। তবে এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা না হলেও ফেব্রুয়ারিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি এবং জাতীয় দলে ফেরার কথা থাকলেও আপতত পায়ের চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে ৩১ বছর বয়সী এই পেসারকে। একনজরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডঃ টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস ও রাসি ফন ডার ডুসেন।