পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ ও গরুর ভ্যাকসিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার বিকেলে উপজেলার পূর্ব উচনা সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন বিজিবির হাটখোলা ক্যাম্পের সদস্যরা। তারা জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনে কাজ করছেন।
জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ভারতীয় উৎপাদিত GOAT POX VACCINE ৩৩৭ পিস, STERILE DILUENT ১৯১ পিস এবং SC STAR ব্র্যান্ডের মদ ৩৮ পিস (জুস প্যাকেটের মতো দেখতে)। বিজিবি সূত্রে জানা গেছে, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
হাটখোলা ক্যাম্প কমান্ডার মোঃ সাইদুর বারী জানান, সীমান্তে নিয়োজিত বিজিবি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে চোরাকারবারীরা এসব পণ্য বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছিল। তবে সীমান্তে তৎপর বিজিবি সদস্যরা তা উদ্ধার করতে সক্ষম হন। তিনি আরও বলেন, পূর্ব উচনা সীমান্তের মেইন পিলার ২৮১/৩৫-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব পণ্য পাওয়া যায়।
বিজিবির নিয়মিত টহল এবং নজরদারির অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।