মোঃ মেহেরাজ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকা থেকে ১০৪০ (এক হাজার চল্লিশ) লিটার চোলাই মদসহ ৬ (ছয়) জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ এর সদস্যরা। গ্রেফতারকৃত মাদক কারবারী বিশ্বনাথ সিংহ এর পুত্র শ্রী শ্যামল সিংহ (২৬), শ্রী মহেন্দ্র সিংহ এর পুত্র শ্রী অনিল সিংহ(২৬), মৃত লালমোহন সিংহ এর পুত্র শ্রী গজন সিংহ(৫০), মৃত জন সিংহ এর পুত্র শ্রী ভজন সিংহ (৬৫), মৃত তুফান রবি দাস এর পুত্র বিজয় রবি দাস (২০), মৃত রামেশ্বর সিংহ এর পুত্র শ্রী নিরাকার সিংহ (৪০)। তারা সকলে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বীরনগর সিংহপাড়া গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, শ্যামল সিংহ দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে- অনিল, গজন, ভজন, নিরাকার এবং বিজয় এর মাধ্যম তাদের গ্রামের যুবকদর নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট চোলাই মদের বোতল বিক্রয় কর আসছিল। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে বিপুল পরিমান চোলাই মদ মজুদ অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পাাঁচবিবি থানায় মামলা রুজু করা হয়।