জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর শানে কটূক্তির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবিতে তাওহিদি ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শুক্রবার জুমার নামাজ শেষে পাঁচবিবি বায়তুন নূর বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে উপস্থিত বক্তারা ব্ল্যাসফেমির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তাদের মধ্যে ছিলেন বড় মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান, সমাজসেবক মোঃ রাফিউল ইসলাম রুবেল, আতর ব্যবসায়ী মাসুম আহমেদ ও জাকির হোসেনসহ আরও অনেকে।
সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, ধর্মীয় অবমাননার বিরুদ্ধে দেশে কঠোর আইন থাকা প্রয়োজন এবং এর জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়। আয়োজকরা জানান, তাঁদের দাবি বাস্তবায়িত না হলে ভবিষ্যতে আরও বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে।