রিয়াদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
পলাশবাড়ী কামাল গেট যুব সংঘের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে সেখানে বিনামূল্যে মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে অসহায় গরিব ও বিভিন্ন শ্রেণি মানুষকে ফ্রি মেডিকেল চিকিৎসা প্রদান করা হয়।
আশুলিয়ার বাইপাইল হ্যাপি জেনারেল হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার ফ্রি মেডিকেল ক্যাম্পিং সার্বিক সহযোগিতা মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনে বিশেষ ভূমিকা রাখে। পলাশবাড়ী কামালগেট শাহীন পাবলিক হাফিজিয়া মাদ্রাসা ও স্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করেছেন যুব সংঘ এর নেতা কর্মী ও তরুনরা। সেখানে জনসাধারণ অসংখ্য মানুষ সহ মাদ্রাসার ছাত্রগণ ফ্রি মেডিকেল ক্যাম্পিং পেয়ে আনন্দিত। দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন কামালগেট যুব সংগঠনের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সহ একঝাক তরুন।
কামালগেট যুব সংগঠনের সভাপতি ও সংগঠনের সদস্যগণ সহ এলাকার বিশিষ্ট মুরুব্বীগণ এই মানবিক কাজ সফল করতে বিভিন্ন সার্বিক সহযোগিতা করেন। পলাশবাড়ী কামাল গেট যুব সংগঠনের সদস্যগণ মানবিক কাজে সর্বদা এক ধাপ এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে সংগঠনটি পরিচালনা করছে বলে জানায় উক্ত সংগঠনের সভাপতি তিনি আরো বলেন মানুষের কল্যাণে পলাশবাড়ী কামাল গেট সহ দেশের জন্য সব ধরনের সার্বিক সহযোগিতা করতে পলাশবাড়ী কামালগেট যুব সংগঠনের এক ঝাঁক তরুন সাংবাদিক ফাহিম চৌধুরী বলেন- এই রকম মানবিক কাজ আমরা হর হামেশাই করে থাকি এবং এই যুব সংঘ আরও মানবিক কাজ সেবা মূলক কাজ করব বলে অঙ্গীকার করি। এবং আমাদের সাহস উপদেশ দেয়ার জন্য উপদেষ্টা মন্ডলী সর্বদা প্রস্তুত।