মোঃ শেখ ফরিদ, স্টাফ রিপোর্টার
আসন্ন শারদীয়ার দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮-বিজিবি'র) উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭-অক্টোবর) বিকেলে ১৮ বিজিবি'র অধীনস্থ জোতদারপাড়া বিওপি'র আওতাধীন জিতাপাড়া পূজামন্ডপ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৮ বিজিবি'র সহকারী পরিচালক জামাল উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পঞ্চগড় সদর, তেতুলিয়া ও আটোয়ারী উপজেলা সীমান্তের ৮ কিলোমিটার এর মধ্যে অবস্থিত সকল পূজা মন্ডপের সভাপতি ও স্থানীয় সনাতন ধর্মালম্বীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর মুহূর্তে সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির সভাপতি, বিজিবি কর্তৃক আয়োজিত এই মতবিনিময় সভা আয়োজন করায় পঞ্চগড় ব্যাটালিয়নকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর পর্যায়ক্রমে স্থানীয় জনপ্রতিনিধিগণ, আসন্ন পূজা উদযাপন'কে ঘিরে তাদের সক্রিয় সতর্কতামূলক অবস্থানের কথা তুলে ধরে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবি এর অধিনায়ক বলেন, ইতিমধ্যেই আমাদের বিজিবি টহল দল কর্তৃক পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেতুলিয়া উপজেলায় সীমান্তের ৮ কিলোমিটার এর মধ্যে অবস্থিত সকল পূজা মন্ডপ সমূহের নিরাপত্তায় নিশ্চিতকল্পে মোতায়েন সম্পন্ন করা হয়েছে। গত ৫ অক্টোবর হতে নিরাপত্তা টহল পরিচালনা হচ্ছে। এবারের পূজায় বিজিবি সীমান্তবর্তী উপজেলায় বসবাসরত নাগরিকদের নির্বিঘ্নে ,উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সহায়তা করবে। পূজা চলাকালীন সময়ে বা পূজা শুরুর পূর্বে যদি কোন দূষ্কৃতিকারী বা অপশক্তির উপস্থিতি টের পেয়ে গেলে সাথে সাথে বিজিবি টহল কমান্ডারকে মোবাইলের মাধ্যমে অবগত করার জন্য কমিটির সভাপতি সহ সকলকে অনুরোধ করেন। পাশাপাশি বিওপি সংশ্লিষ্ট পূজামন্ডপ সমূহের নিরাপত্তায় ঐ বিওপি'তে থাকা দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরাও কাজ করবে। এছাড়া সনাতন ধর্মালম্বীদের পূজা উৎসব যেন সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারে সেজন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের সজাগ দৃষ্টি ও সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। তিনি সকলকে আশ্বস্ত করেন, বিশেষ প্রয়োজনে বিজিবি'র টহল টিমকে অবগত করার পরবর্তী পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।