মোহাম্মদ শেখ ফরিদ,পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ রেস্তরা মালিক সমিতি পঞ্চগড় জেলা'র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ -মার্চ) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সড়কে চলাচলরত পথচারীদের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ করা হয়। পরে অডিটোরিয়াম মাঠে অস্থায়ী প্যান্ডেল এর ভিতর আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ একসাথে বসে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দুই প্রকার তথা স্বাভাবিক ইফতার ও উন্নত মানের খাবার সকলের মাঝে দেওয়া হয়। ইফতারে'র পূর্ব মূহুর্তে সকল মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে, সকল অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। বাংলাদেশ হোটেল রেস্তোরা মালিক সমিতি পঞ্চগড় এর নব নির্বাচিত কমিটির আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেস্তোরার মালিক, শ্রমিক, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।