নোয়াখালী প্রতিনিধি
উপমহাদেশের প্রখ্যাত আইবজীবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক উপরাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী মরহুম ব্যারিষ্টার মওদুদ আহমেদ এর ৪র্থ তম মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকেল ৩ ঘটিকায় নোয়াখালী কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব বেলােয়েত হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ- পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, বিশেয় অথিতি হিসেবে উপস্থিত নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া সহ আরো উপস্থিত ছিলো কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজ মঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরাফাতের রহমান হাসান প্রমুখ।
বক্তারা প্রয়াত বিএনপি স্থায়ী সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদের স্মৃতি স্বারণ করে তার উল্লেখ যোগ্য নোয়াখালী ৫ আসেনর কর্মকান্ড তুলে ধরেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে আবেদ বলেন এমন রাজনৈতিবিদ বাংলার মাটিতে আর তৈরি হবেনা এবং সকল দলমত নির্বিশেষে উনার মত এমন নেতাকে হারিয়ে আমরা বড় ধরনের রাজনৈতিক অভিভাবক হারিয়েছি। পরে উনার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।