দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
তরুণ প্রজন্মকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে নেত্রকোণার দুর্গাপুর শুরু হয়েছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ২০২৫।
সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। আগামী বুধবার পর্যন্ত চলবে মেধা অন্বেষণের এই প্রতিযোগিতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে ও দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়েছে৷
এতে বিচারকের দায়িত্বে রয়েছেন
১। মুফতী হুমায়ুন কবীর সাহেব, মোহতামিম, তেরী বাজার বড় মসজিদ মাদ্রাসা।
২। মুফতী সাব্বির আহমাদ সাহেব, সহকারী শিক্ষক, কাচারী মাদ্রাসা ।
৩। হাফেজ আব্দুল্লাহ মারুফ সাহেব, মোহতামীম, কুরকুরুনিয়া মাদ্রাসা, পূর্বধলা ।
বিচারক মন্ডলী (হামদ, নাত, আজান)
১। ইবরাহিম হাসান সাহেব, শাইখুল হাদীস, কাচারী মাদ্রাসা।
২। মুফতী হাবিবুর রহমান সাহেব, নায়েবে মুহতামীম, ঝাঞ্জাইল মাদ্রাসা।
৩। মুফতী অলি উল্লাহ সাহেব, মুহাদ্দিস, মউ মাদ্রাসা।
৪। মাওলানা ইমরান হোসাইন সাহেব, মার্কাজ মাদ্রাসা।
৫। মুফতী মজিবুর রহমান সাহেব, তেরীবাজার মাদ্রাসা ।
৬। হাফেজ মাসুদ সাহেব, লক্ষ্মীপুর মাদ্রাসা।
বিচারক মন্ডলী (হিফজুল কোরআন)
১। হাফেজ মোঃ আব্দুল কাদির সাহেব, মোহতামীম, মাসকান্দা মাদ্রাসা।
২। হাফেজ মাওঃ অলি উল্লাহ সাহেব, মোহতামীম, কাচারী মাদ্রাসা।
৩। হাফেজ মাওঃ মুফতী আফ্ফান সাহেব, মোহতামীম, রওজাতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা।
৪। হাফেজ নাজমুল হক সাহেব, মোহতামীম দশাল আকবরীয়া মাদ্রাসা।
৫। হাফেজ আব্দুস সামাদ সাহেব, পরিচালক, তাহসীনুল কোরআন মাদ্রাসা।
৬। হাফেজ রইস উদ্দিন সাহেব, মোহতামীম, তেলাচী মাদ্রাসা ।
প্রতিযোগিতার দায়িত্বশীলরা জানান,মেধা বিকাশের এই প্রতিযোগিতার সর্বমোট ২৫১ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। তার ভিতরে কুরআন ৮১ জন হামদ নাথ ৯১ জন আজান ৭৯ জন।
প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। দুর্গাপুর এমন আয়োজন করায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার দাবি তাদের।
,পবিত্র মাহে রমজানে এই আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। তারা খুব আনন্দ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইসলামের প্রসারে ও ছাত্রদের মেধা শাণিত করতে এমন আয়োজন আমাদের আলো দেখায়।
এই আয়োজন নিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন,ছাত্র-তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। সকলের সহযোগিতা বিনীতভাবে কাম্য।