সংবাদদাতাঃ দেলোয়ার হোসাইন মাহদী: ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি জুমার নামাজের পর থেকে শুরু হলে দেলোয়ার হোসাইন মাহদীর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার সহকারী শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা আবু বকর সাহেব। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম কাসেমী ও মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মাদ্রাসার দায়িত্বে থাকা আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন। এতে বক্তারা নিজেদের বক্তব্যে তাকওয়া,হাফেজে কুরআনের মর্যাদা, দ্বীন শিক্ষার ফজিলত ও প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান চলাকালীন সময়ে মাদ্রাসার বিভিন্ন বিভাগে উত্তীর্ণ ছাত্রদেরকে মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এসময় সভাপতির হাতে অত্র মাদ্রাসা থেকে হাফেজ হওয়া দুইজন হাফেজে কোরআনকে মাথায় পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয়। পরিশেষে ইফতারের আগ মুহূর্তে সভাপতির দোয়ার মাধ্যমে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান সমাপ্ত হয়।