সংবাদাতা-মোস্তফা ইউসুফ
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার অন্তর্গত নূরপুর গ্রামের মাদকসেবী সুমন মিয়া (২৬) -কে মোবাইল কোর্টে এক বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। আসামী সুমন শুরুর দিকে শুধু মাদক সেবন করলেও ক্রমান্বয়ে মাদক ব্যবসায়ী হয়ে ওঠে। তার অত্যাচারে তার বৃদ্ধ পিতাসহ এলাকাবাসী অতিষ্ঠ। নাসিরনগর থানা পুলিশ উক্ত অভিযানে সহযোগিতা করেছেন। গত ২৫/০৩/২০২৪ তারিখে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি'র সভায় নাসিরনগরের মাননীয় সংসদ সদস্য জনাব এস এ কে একরামুজ্জামান সুখন (এমপি) মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনার নির্দেশনা প্রদান করার পর থেকে উপজেলা প্রশাসকসহ সরকারি দায়িত্বশীলগণ মাদক বিরোধী অভিজানে সচেষ্ট ভূমিকা পালন করছেন। মাদকসেবী ও মাদক ব্যবসায়ী এবং তাদের মদদদাতা সমাজ ও দেশের চিরশত্রু। মাদকের কারণেই চুরিসহ অধিকাংশ অপরাধ সংঘটিত হয়।ধর্মীয় দিক থেকেও মাদক সম্পূর্ণ রূপে নিষিদ্ধ।মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রতিটি জ্ঞান সচেতন মানুষের আবশ্যিক কর্তব্য ও দায়িত্ব। উপজেলা প্রশাসক বলেন,আমাদের এই মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিজান অব্যাহত থাকবে।