ইয়াছিন চৌধুরী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নাসিরনগর উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১১ টায় নাসিরনগর সরকারি কলেজের মেইন গেইটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদের সভাপতিত্বে সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মামুন মিয়া, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম, শরীফ ভূইয়া, তোফায়েল আহমেদ, সদস্য ফারুক খান, কলেজ শাখা সাবেক যুগ্ম-আহবায়ক নিজা আলম, শাকিল সিদ্দিক।
আরো উপস্থিত ছিলেন ছাত্রদলনেতা, কাসেম, মামুন, কিবরিয়া, মঈন, ডালিম, উবাইদুল, মঞ্জু, তপু, নাজমুল, ইয়াছিন, মালেক, ইমন সহ প্রমুখ।