আল-আমিন হোসেন, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জে বেলকুচিতে ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এ সময় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বেলকুচি প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে আরো ছিল সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ১০ঃ৩০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, সকাল ১১ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন, বাদ যোহর শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহি আত্মার মাগফেরাতে মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ মন্দির গির্জা এবং বিভিন্ন উপাসনালয়ে মোনাজাত / প্রার্থনা। বিকাল ৩ ঘটিকায় প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন উপজেলা প্রশাসন একাদশ বনাম সুধী একাদশ।
এছাড়াও রয়েছে দিন ব্যাপী নানা আয়োজন এবং হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন।