আকাশ দাশ সৈকত
বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে নাজমুল হোসেন শান্ত থাকছে না সেইটা জানা গেয়েছিলো আগেই। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক কে হবেন সেইটা নিয়ে চলছে আলোচনা। তবে অনেকে মতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে লিটন কুমার দাশের হাতে সেই দায়িত্ব তুলে দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠান আর সেইখানে আজ বিশাল বড় আয়োজন । আগে অল্প সংখ্যক দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন হলেও এইবার অংশ নিচ্ছেন ৬০ দল। আর সেই দলের অধিনায়কদের শপথ বাক্য পাঠ করালেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ওয়ানডে আর টেস্ট থেকে অধিনায়কত্ব করলেও টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছেড়েছেন শান্ত আর সেইটাই আগেই বিসিবিকে জানিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। তাইতো এমন অবস্থায় বাংলাদেশ দলের নতুন অধিনায়ক কে হবে সেইটা নিয়ে চলছে আলোচনা! এইবার সেই বিষয়ে আজ মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এমন প্রশ্নের জবাবে ফারুক আহমেদের উত্তর, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (কে অধিনায়ক)। ইতিমধ্যে দু–একজন টি–টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব (অধিনায়কত্বে)। বিসিবি বসের এমন বক্তব্য অনেকে মতে লিটন কুমার দাশ হতে চলেছে নাজমুলের পর বাংলাদেশ দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক । কারণ তার নেতৃত্বে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছিলো বাংলাদেশ।