জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সহিবুর রহমান স্বপন (৭০) নামে সাবেক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়ভাবে স্বপন প্রধানী নামে পরিচিত তিনি দীর্ঘদিন ধরে উপজেলার প্রভাবশালী ও বিত্তশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ জানায়, ভোর ছয়টার দিকে উপজেলার মডেল মসজিদের নিকটবর্তী গেদ্ধারের বিলের কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি লুকানো অবস্থায় ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বপন প্রধান কয়েক বছর আগে বিলের পাশে জমি কিনে ‘লেক সিটি’ নামে একটি স্থাপনা তৈরি করেন। পাশাপাশি তিনি মালিকানাধীন হোলি কেয়ার ক্লিনিকের একটি কক্ষে মাঝেমধ্যে বসতেন।
প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার সৎ ভাই তালহা-কে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন—
“মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা হত্যাকাণ্ডের আশঙ্কা করছি। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।”
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করছেন।