মোঃ জামাল হোসেন, ঢাকা জেলা প্রতিনিধি
নামিদামি বিভিন্ন কোম্পানির নকল ঔষধ সহ নবাবগঞ্জ থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। এরা হলো উৎপল চন্দ্র মজুমদার ও নুরুজ্জামান খান। বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
তিনি বলেন গ্রেফতার তিন আসামের দুইজন ওষুধ কোম্পানির এবং একজন ফার্মেসির মালিক। তারা দীর্ঘদিন ধরে নকল ও ভেজাল ওষুধ বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এটি একটি সঙ্ঘবদ্ধ চক্র। সংবাদ সম্মেলনে ফার্মেসী মালিকদের যাচাই-বাছাই করে প্রকৃত কোম্পানির ওষুধ ক্রয় করার আহ্বান জানানো হয়। যারা বেশি লাভের উদ্দেশ্যে এমন ভেজাল ঔষধ বিক্রি করবে তাদের গ্রেপ্তার করা হবে বলেও জানান পুলিশ সুপার। এরকম ভেজালযুক্ত ঔষধ খেয়ে অচিরেই মারা যাচ্ছেন মানুষ। এরকম ভেজালযুক্ত ঔষধ যারা বিক্রি করেন তাদের কে সতর্ক করেন পুলিশ সুপার।