স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু'রা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম বলেছেন; যুগে যুগে ইসলামী আন্দোলনের পথে বাতিল শক্তি একসাথে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ষড়যন্ত্র,দমন-
পীড়ন,মামলা-হামলা আর জুলুম-নির্যাতন চালিয়ে আল্লাহর দ্বীনকে স্তব্ধ করে দিতে চেয়েছে। কিন্তু বাতিল শক্তি কখনোই সফল হয়নি। আজও সফল হবে না। এক্ষেত্রে,দ্বীন কায়েমের দ্বীপ্ত চেতনায় আল কুরআনের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আজ ১৯/০৪-২৪ শুক্রবার,কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতী পক্ষের অনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষে বেলকুচি উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত চা-চত্রু ও দাওয়াতী সমাবেশে প্রধান অতিথি'র বক্তৃতায় তিনি এ কথা বলেন। চা-চত্রু ও দাওয়াতী সমাবেশ সভাপতিত্বে করেন,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। বেলকুচি উপজেলাস্থ শহীদ ফরিদুল ইসলাম স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম।
অন্যান্যো'র মাঝে আরো বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা সাবেক আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার,উপজেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওঃ আবুল হাশেম সরকার,উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গোলাম আযম,মাওঃ হোসাইন আলী ভূঁইয়া, অধ্যাপক মাজহারুল ইসলাম,মাওঃ ছানোয়ার হোসাইন, মাওঃ আলী আহসান, সাইদুল ইসলাম মোতাহার জামায়াত নেতা হাজী আব্দুল মান্নান, মোঃ সামান আলী ও শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা শিবির সভাপতি এরশাদ আলী ও শিবির নেতা আরিয়ান ইসমাইল প্রমূখ ।
প্রধান অতিথি জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম, জামায়াতে ইসলামীকে দ্বীন কায়েমের পরিপূর্ণ একটি ইসলামী আন্দোলন হিসেবে উল্লেখ করে উপস্থিত সবাইকে আখেরাতে নাজাতের জন্য জামায়াতের পতাকা তলে আসার আহবান জানান।
বিশেষ অতিথি জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন,জামায়াত দাওয়াত ও সামাজিক কাজের মাধ্যমে এদেশকে একটি সুখী-সমৃদ্ধ ইসলামী কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য একমাত্র আল্লাহর সন্তোষ্টির জন্যই কাজ করে যাচ্ছে। সভাপতির বক্তৃতায় বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল জামায়াতে ইসলামীকে আল্লাহর কবুলিয়াতকৃত সংগঠন ও মুক্তিকামী মানুষের প্রিয় ঠিকানা হিসেবে উল্লেখ করে নবীণ,প্রবীণ ও যুব সমাজকে প্রিয় ঠিকানায় নাম লেখাবার জন্য উদাত্ত আহ্বান জানান। দাওয়াতী সমাবেশ শেষে উপস্থিত সবাই জামায়াতের ৩ দ'ফা দাওয়াত ও ৪ দ'ফা কর্মসূচী'র সাথে ঐক্যমত পোষন করে জামায়াতের সহযোগী সদস্য ফরম পুরন করে জামায়াতে ইসলামীতে অনুষ্ঠানিকভাবে যোগদান করেন।