আকাশ দাশ সৈকত
স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার টেম্বা বাভুমা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে চোটের কারণে খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার । তবে চোটে থাকলেও মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে চট্টগ্রামে হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগেই ফিট হওয়ার কথা ছিলো এই তারকা ওপেনারের । তবে বাভুমার চোট নিয়ে জানা গেল দুঃসংবাদ, পুরোপুরি ফিট না হওয়ার কারণে চট্টগ্রামে এই ওপেনারকে ছাড়াই মাঠে নামতে হবে সফরকারীদের। এইদিকে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও এইডেন মার্করাম ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন। এইদিকে বাভুমার "কভার হিসাবে" আগেই দলে ডাকা হয় ডিওয়াল্ড ব্রেভিসকে। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ব্রেভিস প্রোটিয়া জার্সিতে অবশ্য দুটি টি-টোয়েন্টি খেলেছেন। উল্লেখ্য সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।