সুনামগঞ্জ প্রতিনিধিঃ আব্দুল্লাহ আল মারুফ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ও চলাচলের রাস্তা ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৪ ইউনিয়নের জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা। বন্ধ রয়েছে ছোট বড় সকল ধরনের পরিবহন চলাচল। শনিবার (১জুন) সকালে উপজেলা সদরে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনের বেড়িবাঁধ ও পাঁকা রাস্তা ভেঙে গিয়ে এই পরিস্থিতি সৃষ্টি হয়। জানা যায়, রাস্তাটি দীর্ঘদিন যাবত ঝুকিপূর্ণ থাকায় তার সামনে একটি বেড়িবাঁধ দেওয়া হয়। ভারী যানবাহন চলাচল করায় রাস্তাটি দিনদিন ঝুঁকিতে পরতে থাকে। এতে শনিবার সকালে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রথমে বেড়িবাঁধ ভাঙে, পরে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি ও ভেঙে যায়। এতে পরিবহন চলাচল অনুপযোগী হওয়ায় উপজেলা সদরের সাথে সুরমা, লক্ষিপুর, বোগলাবাজার ইউনিয়নে জনসাধারণের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। পাশাপাশি উপজেলা সদরসহ আশাপাশের এলাকা থেকে শিক্ষার্থীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে যেতে পারছেনা। শিক্ষার্থীরা না আসায় শনিবার কলেজে পাঠদান বন্ধ রাখা হয়। স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, দোয়ারাবাজার সদর থেকে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হয়ে রাস্তাটি উপজেলার তিনটি ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থার একমাত্র রাস্তা এটি। দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় রাস্তা দিয়ে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। শনিবার সকালে হঠাৎ ভারত থেকে নেমে আসা ঢলে রাস্তাটি ভেঙে যায়। এতে এলাকাবাসীর চলাচলে দূর্ভোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা ও স্কুল কলেজে যেতে পারছেনা। দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী এ এসএম নাইম জানান. ঢলের কারনে রাস্তা ভেঙে যাওয়ায় কলেজের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে শিক্ষার্থীরা আসতে না পারায় শনিবার পাঠদান বন্ধ ছিলো। তিনি দ্রুত রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করার অনুরোধ জানান। উপজেলা এলজিইডি প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আব্দুল হামিদ বলেন, সড়কটি আমরা পরিদর্শন করে এসেছি। খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থার উপযোগী করা হবে।