আব্দুল্লাহ আল মারুফ, দোয়ারাবাজার(সুনামগঞ্জ):সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে সাজিদুর রহমান নামে এক মসজিদের ইমাম ও কওমী মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। সোমবার (১১ আগষ্ট) সকাল সাড়ে ৭ টার দিকে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইসলামপুর জামে মসজিদের ২য় তলায় মসজিদের ইমাম'র কক্ষে এই ঘটনা ঘটে।অভিযুক্ত আসামী ইমাম সাজিদুর রহমান(৪০) সুনামগঞ্জ সদর থানার গৌরারং ইউনিয়নের সাফেলা গ্রামের মৌলভী রহমত আলী'র পুত্র।বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১২ ঘটিকার সময় ভিকটিমের মা দোয়ারাবাজার থানা পুলিশকে ধর্ষনের ঘটনার বিষয়টি জানায়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে সকাল ৭.৩০ ঘটিকার সময় ভিকটিম আরবি শিক্ষা গ্রহণের জন্য ইসলামপুর জামে মসজিদে যায়। এসময় ইমাম সাজিদুর রহমান ভিকটিমকে মসজিদের ২য় তলায় ঝাড়ু দেওয়ার জন্য পাঠায়। ভিকটিম মসজিদের ২য় তলায় ঝাড়ু দেওয়ার জন্য গেলে সাজিদুর রহমান তাহার কক্ষে নিয়া ভিকটিম নুসরাত জাহান নীলাকে র্জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম বাড়িতে গিয়ে তাহার মাকে বিষয়টি বিস্তারিত জানালে ভিকটিমের মা থানা পুলিশকে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ দিলে দোয়ারাবাজার থানার এসআই মো: মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল হতে অভিযুক্তকে আটক করেন। অভিযুক্ত সাজিদুর রহমান ইসলামপুর জামে মসজিদের ইমাম ও ইসলামপুর কওমী মাদ্রাসার শিক্ষক।
পুলিশ জানায়,ভিকটিমকে ধর্ষণ সংক্রান্তে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।