দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত থেকে সংবর্ধনা প্রদান করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সখিপুর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ তবিবুর রহমান, সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সঞ্জয় কুমার সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সুপারগন। দীর্ঘ কর্মজীবন শেষ করে অবসরে শিক্ষা অফিসারকে শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।