স্পোর্টস ডেস্ক.
দীর্ঘদিন পর আইসিসির কোন বৈশ্বিক টুর্নামেন্ট শুরু হলো পাকিস্তানে। তবে নিজেদের প্রথম ম্যাচে ৬০ রানের বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসর শুরু করলো বাবর-রিজওয়ানরা।
আজ করাচি জাতীয় স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ডেভন কনওয়েকে হারায় নিউজিল্যান্ড । দলীয় ৩৯ রানের মাথায় ব্যক্তিগত ১০ রান করে পাকিস্তানি বোলার আবরারের বলে প্যাভিলিয়নে ফিরেন তিনি । কনওয়ের বিদায়ে তিনে ব্যাট করতে নামা কেন উইলিয়ামসকে দ্রুত ফিরিয়ে দেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। এইদিন চারে ব্যাট করতে নেমে নিজের ইনিংস বড় করতে পারেনি আরেক টপ অর্ডার ড্যানিল মিচেল ফিরেন ১০ রান করে। দ্রুত তিন উইকেট হারিয়ে বসা কিউইদের হয়ে এইদিন ইনিংস মেরামতের দায়িত্ব পান অন্য ওপেনার উইল ইয়ং এবং উইকেট কিপার ব্যাটার টম ল্যাথাম । সেই দায়িত্ব ও ভালোভাবে পালন করছিলেন দুই ব্যাটার । তবে পাকিস্তানি পেসার নাসিম শাহর বলে ফাহিম আশরাফকে ক্যাচ দিয়ে ইয়ং ফিরে গেলে ভাঙে কিউইদের চতুর্থ উইকেটের ১১৮ রানের জুটি। ১১৩ বলে ১২ চার আর ১ ছক্কায় ইয়ং নিজের ইনিংস সাজায় ১০৭ রানের।
ইয়ংয়ের বিদায়ে এইদিন ছয়ে ব্যাট করতে নামা গ্লেন ফিলিপ্সকে নিয়ে আরেকটি ভয়ঙ্কর জুটি গড়েন ল্যাথাম। ৩৯ বলে ৪ ছক্কা আর ৩ ছয়ে ৬১ রানে রউফের শিকার হয়ে ফিলিপ্স ফিরলে ভাঙে দুইজনের ১২৫ রানের জুটি। তবে ফিলিপ্স ফিরলেও ১০৪ বলে ৩ ছক্কা আর ১০ চারে ১১৮ রানে অপরাজিত থাকেন টম ল্যাথাম। নির্ধারিত ৫০ ওভার শেষে নিউজিল্যান্ডের ইনিংস থামে ৫ উইকেটে ৩২০ রানে। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন নাসিম শাহ এবং হ্যারিস রউফ। অন্য উইকেটটি নেন আবরার আহমেদ।
কিউইদের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানের মাথায় ওপেনার সাউদ সাকিলকে হারায় পাকিস্তান। সাকিলের বিদায়ে তিনে ব্যাট করতে নেমে দ্রুত ফিরেন মোহাম্মদ রিজওয়ান । ও'রকির বলে গ্লেন ফিলিপ্সের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে ফেরার আগে পাকিস্তানি অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। এইদিক উইকেটে থিতু হলেও নিজেরইনিংস বড় করতে পারেনি ফখর জামান ফিরেন ২৪ রান করে।
দ্রুত তিন উইকেট হারিয়ে বসা পাকিস্তানের হয়ে এইদিন আশার আলো দেখাচ্ছিলেন ওপেনার বাবর আজম এবং সালমান আগা। তবে ব্যক্তিগত ৪২ রানের মাথায় সালমানকে ফিরিয়ে চতুর্থ উইকেটের ৫৮ রানের জুটি ভাঙেন নাথান স্মিথ। দলের এমন অবস্থায় অনেকক্ষণ একপ্রান্ত ধরে রেখে খেলা থাকা বাবর আজমকে ফিরিয়ে ম্যাচের সব আলো নিজেদের দিকে নিয়ে আসেন মিচেল স্যান্টার। ৯০ বলে ৬ চার আর ১ ছয়ে ৬৪ রান করে ফিরেন বাবর। শেষদিকে ব্যাট হাতে খুশদিল শাহ লড়াই করলেও যোগ্য সঙ্গীর অভাবে ৪৯ বলে ১০ চার আর ১ ছয়ে ৬৯ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন তিনি। শেষে আর কেউ ব্যাট হাতে উইকেটে ঝড় তুলতে না পারলে ৪৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ২৬০ রান তুলে পাকিস্তান। নিউজিল্যান্ডের হয়ে ও'রকি এবং স্যান্টার নেন ৩টি করে উইকেট। ২টি উইকেট নেন ম্যাট হেনরি অন্যদিকে ১টি করে উইকেট নেন ব্রেশওয়াল এবং নাথাল স্মিথ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ৩২০/৫ (৫০ ওভার)
ল্যাথাম ১১৮ (১০৪), ইয়ং ১০৭ (১১৩)
নাসিম ২/৬৩, রউফ ২/৮৩
পাকিস্তান ২৬০/৫ (৪৭.২ ওভার)
খুশদিল ৬৯ (৪৯), বাবর ৬৪ (৯০)
ও'রকি ৩/৪৭, স্যান্টার ৩/৬৬
ফলাফলঃ নিউজিল্যান্ড ৬০ রানে জয়ী।