সংবাদদাতা-জামিল মোহাম্মদ জনি, চট্টগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার (১৯মার্চ) বিকালে চট্টগ্রাম জেলার রাংগুনিয়া উপজেলায় বাংলাদেশ তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাংগুনিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কাযালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রাংগুনিয়া উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোরশেদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগুনিয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উওর জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি জনাব খালেদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়মনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক হিরু ও রাংগুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন ওরাংগুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ এবং রাংগুনিয়া উপজেলা সেচছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক দিদারুল আলম ও রাংগুনিয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠান শেষে কেক কেটে তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পরে মোনাজাত মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।