জনপ্রিয়

তবেই জীবন সুন্দর!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

শিমুল হোসাইন

আমাদের প্রিয় মানুষকে আমাদের যতই ভালো লাগুক, একসময়ে আমাদের তার সাথে মিলের অমিল দেখা দেয়। দুজনের চিন্তা-ভাবনারও অমিল দেখা যায়। এছাড়াও, সাধারণ একটা কথা নিয়েও আমাদের মাঝে কলহের সৃষ্টি হয়। শুরু হয় ছোট্ট একটা কথার জেরে দন্দ। কিন্তু আমরা একটি জিনিস কী করতে পারিনা? একে অন্যের কথার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এবং একে অন্যের কথার দাম দেওয়া। হ্যাঁ, এটা হতেই পারে আমার সাথে তার কথার অমিল থাকতেই পারে, তার সাথে আমার ভাবনার অমিল থাকতেই পারে, কিন্তু, আমরা তো একে অন্যকে অবজ্ঞা-অবহেলা না করে, একে অন্যের প্রতি সহমর্মিতা-সহানুভূতি প্রকাশ করতে পারি। এমন হতেই পারে তার সাথে আমার মতের মিল না-ই থাকতে পারে, কিন্তু শ্রদ্ধা ,ভালোবাসা তো আগের মতো থাকতেই পারে। একে অন্যের কথার প্রতি গুরুত্ব দিলেই তো, তবেই জীবন সুন্দর।

  • তবেই জীবন সুন্দর!