নিজস্ব প্রতিনিধি
স্বামী বিদেশ, নিঃসঙ্গতা থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন যমুনা। বিষয়টি জানার পর প্রবাস থেকেই যমুনাকে তালাক দেন স্বামী।
এরপর বিয়ে নিয়ে শুরু হয় প্রেমিকের তালবাহানা। উপায় না দেখে ড্রাইভার প্রেমিককে বিয়ের দাবিতে অনশনে বসেছেন যমুনা। নাচের অনুষ্ঠানে পরিচয়, তারপর প্রেম। এরপর স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন হোটেলে একান্তে সময় কাটিয়েছেন অসংখ্যবার। নিজের সবকিছু উজার করে যাকে ভালোবেসেছেন। আজ তাকে নিজের করে পেতে অনশনে বসেছেন স্বামী পরিত্যক্তা এই নারী।
দুই বছর আগে একটি নাচের অনুষ্ঠানে ইমরানের সাথে পরিচয় হয় ভুক্তভোগী তরুণী যমুনার। এরপর মুঠোফোনে কথা হয়। ধীরে ধীরে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। ভুক্তভোগী তরুণীর অভিযোগ প্রেমিক ইমরান হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়ায় বিয়ের দাবিতে অনসনে বসেছেন তিনি। তিনি বলেন-আমার ন্যায্য বিয়ের দাবিতে, সে যখন আমাকে ভালোবেসেছে, সেই জন্য সে আমাকে নিজ সম্মান দিয়ে রাখবে, সেজন্য আমি এসছি, আমি এতদিন তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, হাত ধরেছি, পায়ে ধরেছি, ইমরান বাড়ি বরিশাল পিরোজপুর, এখানে সে এসডি স্যারের গাড়ি চালায়, এই অফিসের যে মেইন হেড তার গাড়ি চালায়।
অভিযুক্ত প্রেমিক ইমরান কুষ্টিয়া সড়ক উপবিভাগীয় প্রকৌশলীর ব্যক্তিগত গাড়িচালক বলে জানায় যমুনা। বিয়ের দাবি নিয়ে প্রকৌশলীর কাছে গেলে প্রকৌশলের স্ত্রী সরকারি গাড়িতে উঠিয়ে ক্যাঙ্গালো নামের একটি স্থানে নিয়ে যান। এরপর গাড়িচালকের পক্ষ নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন যমুনাকে।
ভুক্তভোগী তরুণীর বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সুলতানপুর এলাকায়। আর প্রেমিক ইমরানের বাড়ি বরিশালের পিরোজপুরে। ভিডিও কলে কথা বলার সময় প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন ভবন দেখাতেন ইমরান, যে কারণে এই কার্যালয়ের সামনেই অনশনে বসেছেন যমুনা।
প্রেমের সম্পর্ক থাকাকালীন যমুনাকে নিয়ে প্রেমিক ইমরান সরকারি গাড়িতে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে ঘুরতে যেতেন। তবে যমুনার দাবি প্রেমিক ইমরানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় সম্পর্কের ফাটল ধরে।
যমুনার অভিযোগ প্রেমিক ইমরানের সাথে সম্পর্কের কথা জানাজানি হলে আট মাস আগে সৌদি প্রবাসী স্বামী তাকে তালাক দেন। এরপর বিয়ের জন্য ইমরানকে চাপ দিলে সে নানা তাল বাহানা শুরু করে।
প্রেমের সম্পর্ক হওয়ার পরে যমুনা জানতে পারেন ইমরানের স্ত্রী ও সন্তান রয়েছে। সতিনের সাথে সংসার করতে কোন সমস্যা নেই বলেও জানায় এই তরুণী।
প্রেমিকা যমুনা আসার খবর শোনার পর থেকেই পলাতক রয়েছেন প্রেমিক ইমরান। বিয়ে না করলে নিজেকে শেষ করে দেওয়ার হুমকিও দেন যমুনা।