ডোমার প্রতিনিধি
বাংলাদেশে সকল স্বেচ্ছাসেবীদের সুস্থতা ও যারা মৃতু্যবরণ করছেন তাদের রুহের মাগফেরাত কামনা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে সম্মাননা স্মারক বিতারন উপলক্ষে নীলফামারীর ডোমারের জোড়াবাড়ীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী'এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১শে মার্চ) দুপুরে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠন 'ব্লাড ব্যাংক-জোড়াবাড়ী'র আয়োজনে মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সাংগঠনিক রিপোর্ট পেষ করেন-সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি সোহেল রানা।
এসময় আরও উপস্থিত ছিলেন-ব্লাড ব্যাংক-জোড়াবাড়ীর উপদেষ্টা ও মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি তরিকুল ইসলাম তারিক, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মারুফ সুজন, গোমনাতী মহাবিদ্যালয়ের প্রভাষক লিটন ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু, উপদেষ্টা বাবুল ইসলাম, কুষকদলের সহ সভাপতি, রাকিব হাচান, সফিকুল ইসলাম সাবলু, উপদেষ্টা মফিজার রহমান মানু ,শাহজাহান সরকার শাওন প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সকল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনে প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি, সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মিরজাগঞ্জ হাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ রাকিব ইসলাম।