সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
২০ মার্চ সকালে একটি সভা অনুষ্ঠিত হয় ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য। সেখানে জানানো হয়েছে, এ-ই বছরের বর্ষার আগে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঢাকা উত্তর সিটির করপোরেশন আতিকুল ইসলাম। মশার লাভা নিধনের জন্য জৈব কীটনাশক বিটিআই এবং ওষুধ ছিটানোর জন্য অত্যাধুনিক মেশিন হুইল বার আনার প্রক্রিয়া চলছে। এ-ই ঈদের পরে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য ডেঙ্গু রোগের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালানো সহ নতুন একটা ধারণা দিয়েছেন তিনি। নতুন ধারণাটি হচ্ছে -ময়লার বিনিময়ে অর্থ প্রধান ডিএনসিসি।উত্তরা ঢাকা সিটি করপোরেশন থেকে সরাসরি বিটিআই আমদানি করা হবে বলে জানিয়েছেন আতিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে ছিল পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম। এছাড়াও আজ পরিদর্শন করেন ঢাকার আশপাশের বিভিন্ন জায়গায়।