আকাশ দাশ সৈকত
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হচ্ছে আগামী ৩রা মার্চ। তবে তার আগেই আবারো নতুন করে আলোচনায় ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু । নানা ভুল আর জটিলতায় শেষ হয়েছিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর। মাঠের খেলার চেয়ে যেখানে সবচেয়ে বেশি আলোচনা ছিলো ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। আসন্ন ডিপিএল নিয়েও সেই দুশ্চিন্তা দেখা গিয়েছে খেলোয়াড়দের মাঝে। তবে নির্ধারিত সময়ে ক্রিকেটাররা পারিশ্রমিক পাবেন এবং এইটা নিয়ে কোন সমস্যা হবে না বলে আশা করছেন ডিপিএলে অংশ নেওয়া মোহামেডান স্পোটিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। ফরচুন বরিশালের হয়ে বিপিএলে অধিনায়কত্ব করেছিলেন তামিম। তবে বিপিএল শুরুর আগে সেইখানে ছিলো না কোন অধিনায়ক পরিচিত। তবে বিপিএলে না থাকলে ও আজ (শনিবার) মিরপুর শের-ই বাংলায় হয়ে গেল ডিপিএলের ট্রফি উন্মোচন এবং অংশ নেওয়া দলগুলোর অধিনায়ক পরিচিতি। এবারের ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন তামিম। দলটির অধিনায়কত্বও করবেন বাঁহাতি এ ওপেনার। আর সেইখানে ক্রিকেটারদের পারশ্রমিক নিয়ে তামিম বলেন, ‘খেলোয়াড়দের পারিশ্রমিক যাতে নিশ্চিত করে সব ক্লাব। প্রতিটা প্লেয়ার পেমেন্ট পাচ্ছে, এটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সিচুয়েশনটা একটু ভিন্ন। বিপিএল, প্রিমিয়ার লিগ বলেন প্লেয়াররা পারিশ্রমিক নিয়ে সাফার করছে। আমি আশা করব, প্রত্যেকটা ক্লাব যে কমিটমেন্ট করেছে সেটা যাতে রাখে, প্রত্যেকটা প্লেয়ার যাতে টাকা পায়।’