আকাশ দাশ সৈকত
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে খেলার কথা থাকলেও হঠাতে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে দল থেকে সাকিব আল হাসানের নাম প্রত্যাখান করা জন্য। বিশ্বসেরা অলরাউন্ডার! একটা সময় বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন সাকিব আল হাসান। ব্যাট আর বলের দারুণ নৈপুণ্যে হয়ে গিয়েছিলেন সেরাদের একজন। দেশ এবং দেশের বাইরে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করে শুধু নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাননি বিশ্বের কাছে দেশকে নতুন করে চিনিয়েছিলেন এই তারকা। যেইখানে গিয়েছেন সেইখানে নিজের দ্রুত্যি ছড়িয়ে হয়ে গিয়েছিলেন তারকা থেকে মহাতারকা , বাংলার আকাশের নক উজ্জ্বল নক্ষত্র । তবে দিনশেষেও যে নক্ষত্রের পতন হয় সেটা বোধহয় সাকিবের ছিলো অজানা। হঠাতে বিশ্বসেরা অলরাউন্ডার নামক মূল্যহীন রত্ন থেকে তিনি আজ বাংলার মানুষের কাছে সামান্য কাগজের টুকরো! ২০২৪ জাতীয় নির্বাচন থেকে শুরু। বাংলাদেশের পতিত সরকার আওয়ামীলিগের হয়ে মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব। ব্যাস এইখান থেকে শুরু নতুন সাকিবের। এরপর জুলাইয়ে ছাত্র গণঅভ্যুল্থানের মামলার আসামী থেকে মানি লন্ডারিংয়ের জন্য গ্রেপ্তারি পরোয়ানা। সবকিছু যেন সাকিবকে এক মুহুর্তে ঠেলে দিলো ক্রিকেট থেকে! সেই যে দেশ ছাড়লেন আর আসতে পারলেন বা কই? রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দীর্ঘদিন দেশের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ভারতে বসে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায় টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চাইছিলেন তিনি। তবে নিরাপত্তাজনিত কারণে দেশে আসতে পারেননি এই তারকা। খেলা হয়নি চট্টগ্রাম কিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বোলিং থেকেও আপতত বাইরে আছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার । যার কারণে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ দলের সাথে নেই তিনি। তবে এরই মাঝে নতুন আলোচনা শুরু সাকিব আল হাসান কে নিয়ে গত ২২শে ফেব্রুয়ারি (শনিবার) অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে ডিপিএল দল লিজেন্ডস অব রুপগঞ্জ, সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নিজেও দলবদল নিশ্চিত করতে ছবি পাঠিয়েছিয়েন। তবে একদিন পরই হুট করে দল থেকে নিজের নাম প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছেন সাকিব নিজেই। কেন হঠাতে সাকিব ডিপিএল থেকে নিজেকে সরিয়ে নিতে চাচ্ছেন? এমন প্রশ্নের কারণ জানিয়ে ক্লাবটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু আজ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আপনারা জানেন, সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলানোর জন্য দলবদল প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের অনুরোধ করেছেন, তার দলবদলটা স্থগিত রাখার জন্য। সিসিডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি।’ আগের দিন সাকিবকে দলে নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নেওয়ার কথা জানিয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিসও (সিসিডিএম)। এখন কি চাইলেই রূপগঞ্জ সাকিবের নাম প্রত্যাহার করে নিতে পারবে? এই প্রশ্নের উত্তরে সিসিডিএমের সদস্যসচিব সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেছেন, ‘আমাদের স্বাভাবিক একটি প্রক্রিয়া হচ্ছে দলবদল শেষ হলে সব ক্লাবকে খেলোয়াড় তালিকা পাঠানো। তখন চাইলে ক্লাবগুলো কোনো খেলোয়াড়কে সরিয়ে নিতে পারে। তাদের আবেদনের প্রেক্ষিতে তখন আমরা সাকিবের নাম সরিয়ে নিতে পারব।’