মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে পশুর হাটে নির্ধারিত হাসিলের থেকে অতিরিক্ত আদায় করায় মো. সারোয়ার হোসেন (৩৮) নামে একজনকে তিন লাখ টাকা জরিমানা ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে আরও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার (১৪ জুন) বিকাল সাড়ে ৫টায় বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পশুর হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফসানা কাওসার পরিদর্শনে যান। সেখানে অতিরিক্ত হাসিল আদায়ের সত্যতা পেলে তিনি ভ্রামম্যান আদালত পরিচালনা করে হাসিল আদায়কারী ওই ব্যক্তিকে জেল ও জরিমানা প্রদান করেন। মো. সারোয়ার হোসেন উপজেলার মধ্য চাড়ল গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আফসানা কাওসার জানান, পশুর হাটে নির্ধারিত হাসিলের থেকে অতিরিক্ত হাসিল আদায় করায় ভোক্তা অধিকার আইনের ৪০ ও ৫৩ ধারায় আদায়কারী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।