সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ
গত ১৯শে ফেব্রুয়ারি বাংলা দেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ‘২০২৪’ উপলক্ষে ফেনী জেলায় পুলিশের ব্রিফিং প্যারেড পুলিশ লাইন্স ডিল সেড এ অনুষ্ঠিত হয় ;সময় সকাল ১০.৩০মিনিট থেকে। উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন ফেনী জেলার পুলিশ সুপার এবং টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব জাকির হাসান। ব্রিফিংয়ে পুলিশ সুপার বক্তব্য দেন খুবই সংক্ষিপ্ত আকারে দেন,তিনি বলেন যে, “আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার উপর অনুষ্ঠান শুরু করা হবে”। এছাড়াও তিনি, নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ।