জনপ্রিয়

ঝিনাইগাতীতে স্বপ্নসারথি’র আয়োজনে কিশোরীদের জীবনদক্ষতা প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

তৌহিদুর রহমান, শেরপুর প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে ‘স্বপ্নসারথি’র ১১তম সেশন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মে মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার শালচুড়াতে এই কর্মশালার আয়োজন করা হয়। ‘কার্যকর উপায়ে ’না’ বলতে শিখি, সম্পর্কের সীমারেখা সম্পর্কে জানি ও চর্চা করি’ শীর্ষক এই কর্মশালায় কিশোরীরা অংশগ্রহণ করে। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ আল-মাহমুদ ভূইঁয়া কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে সকল কিশোরীর জীবনদক্ষতা প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ গ্রহণ করে তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন, রঙিন স্বপ্ন না দেখে পড়াশোনায় মনোযোগী হতে হবে। এ সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার, সম্পর্কের সীমারেখা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। সম্পর্কের সীমারেখা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা শিশুদের অধিকার হরণ করে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ সম্পর্কের জন্য পারস্পরিক শ্রদ্ধা, সম্মতি এবং স্বাধীনতা অপরিহার্য। এছাড়াও বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী স্বাগত বক্তব্য রাখেন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী কর্মসূচির উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বক্তব্য রাখেন। এছাড়াও পল্লীসমাজ নেত্রী মোছাঃ গোলেরা বেগম বক্তব্য রাখেন। সেশনটি পরিচালনা করেন অফিসার সেলপ হোসনে আরা পারভীন। উপজেলা নির্বাহী অফিসার ব্র্যাকের এই কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কার্যক্রমের প্রশংসা করেন।

  • ঝিনাইগাতীতে স্বপ্নসারথি'র আয়োজনে কিশোরীদের জীবনদক্ষতা প্রশিক্ষণ কর্মশালা